টানা দ্বিতীয় হারের কবলে পড়ল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুটা ভালো করেও শেষমেশ ১০০ রানে হেরেছে দল। গোহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আজ নারী বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ খেলেছে নিউজিল্যান্ড। বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণির মুখেও কিউই অধিনায়ক সোফি ডিভাইন দলকে টেনে নিয়েছেন বড় রানে। তার ৮৫ বলে ৬৩ রানের ইনিংসের ওপর ভর করে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ২২৭ রান তোলে ৯ উইকেটে। ডিভাইন ছাড়াও দলের হয়ে বড় ইনিংস খেলেছেন ব্রুক হ্যালিডে। তিনি ১০৪ বলে করেছেন ৬৯ রান। শেষদিকে লিয়া তাহুহু তুলেছেন চার বলে ১২ রান। শেষ ১০ ওভারে তারা তুলেছে ৭৪ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রাবেয়া খান। তিনি ৩০ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন পেয়েছেন একটি করে উইকেট। দিনটা ভালো কাটেনি তরুণ পেসার মারুফা আক্তারের।...