আইএফআইসি ব্যাংক খুলনায় “ম্যানেজার্স মিট” শীর্ষক এক ব্যবসায়িক সভার আয়োজন করেছে। খুলনার রয়্যাল রেসিডেন্স-এর স্থানীয় একটি মিলনায়তনে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান জনাব মো. মাহবুবুল হোসেন। অনুষ্ঠানে জনাব মো. মাহবুবুল হোসেন উপস্থিত খুলনা জোনের সকল শাখা ব্যবস্থাপকদের সঙ্গে বিভিন্ন আর্থিক সূচকে অর্জিত অগ্রগতির পাশাপাশি, ব্যাংকের টেকসই উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনজুর মোস্তফা। এর আগে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেসের প্রধান জনাব মো. রফিকুল ইসলাম। এ সময়...