৪, ৩, ৪, ২, ১, ১ নারী ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে আউট হওয়া বাংলাদেশের ৬ ব্যাটারের রানের সংখ্যা এটি। গৌহাটিতে এবারের বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বড় ব্যবধানে। আগে ব্যাট করে ৯ উইকেটে ২২৭ রান তোলা নিউজিল্যান্ড জিতেছে ১০০ রানে। ইনিংসের পঞ্চম ওভারে দলীয় ৭ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভার শেষে দাঁড়ায় ৬ উইকেটে ৩৩! অর্থাৎ ২৬ রানের মধ্যে ৬ উইকেট হারায় নিগার সুলতানা জ্যোতির দল। সপ্তম উইকেটে ৩৩ রানের জুটি গড়েন ফাহিমা খাতুন ও নাহিদা আক্তার। ১৭ রান করা নাহিদা ফিরলে জুটি ভাঙে। তবে একপ্রান্ত আগলে রাখেন ফাহিমা। অষ্টম উইকেটে ফাহিমা ও রাবেয়া খানের ৪৪ রানের জুটিতে দলীয় একশো পেরোয় বাংলাদেশ। দলীয় ১১০ রানে রাবেয়া (৩৯ বলে ২৫) ফিরলে জুটি ভাঙে। এরপর শুধু...