চীনের হামলার আশঙ্কায় নতুন এক বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। শুক্রবার তিনি বলেন, ‘টি-ডোম’ নামে এই ব্যবস্থা দেশটির নাগরিকদের জীবন ও সম্পদ রক্ষায় “নিরাপত্তার জাল” হিসেবে কাজ করবে। তাইওয়ানে হামলার জন্য চীন তাদের সক্ষমতা বাড়াচ্ছে বলে লাই চিং তে সরকার সতর্ক করার পর এই ঘোষণা এল। তাইওয়ান দখল করতে চীনের শক্তি ব্যবহার বন্ধ করার আহ্বানও জানিয়েছেন লাই। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানের ওপর সামরিক ও রাজনৈতিক চাপ বাড়াচ্ছে চীন। দ্বীপ দেশটিকে চীন নিজেদের ভূখণ্ড বলে দাবি করে, যদিও তাইপে সরকারের অবস্থান একেবারে উল্টো। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই বলেন, “প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির লক্ষ্য স্পষ্ট—শত্রুর হুমকি মোকাবেলা করা এবং নিজেদের প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করা।” তিনি জানান, এবছর শেষে বিশেষ প্রতিরক্ষা বাজেট প্রস্তাবে টি-ডোম তৈরির ব্যয়...