শীতের আগাম সবজি এলেও রাজধানীর বাজারে কোনো সবজিই ৭০ টাকার নিচে মিলছে না। গত সপ্তাহের তুলনায় ১০ থেকে ২০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। কিছুটা কমেছে মুরগির দাম। আমদানির কারণে চালের বাজারে অস্থিরতা কাটলেও, ৬০ টাকার নিচে নেই কেজি। বাজারে শীতের আগাম নানা ধরনের সবজি এলেও দামে নেই কোনো প্রভাব। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর টাউনহল বাজারে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা-বিক্রেতাদের। একজন সবজি বিক্রেতা বলেন, ‘গত সপ্তাহ থেকে এ সপ্তাহে দাম কমতি। বেগুনের দাম কমছে। শসার দাম কমছে। পটলের দাম কমছে। গত সপ্তাহে আরও বেশি ছিল।’ এক ক্রেতা বলেন, ‘দাম অতিরিক্ত হয়ে যাচ্ছে। আপনি দেখবেন নীচের তরকারিগুলো পচে যাচ্ছে, কিন্তু দাম ছাড়ছে না।’আরেক ক্রেতা বলেন, ‘বেগুন এক কেজির দাম ১৬০ টাকা। এটা আমরা কল্পনাও করদে পারি না।’ আগের দামের তুলনায় কিছুটা...