মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি পর বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও আউন্সপ্রতি ৪ হাজার ডলারের ওপরে উঠেছে। শুক্রবার দুপুরে স্পট গোল্ডের দাম বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৭.৩৯ ডলার। যা দিনের শুরু থেকে প্রায় ০.৮ শতাংশ বেশি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বুধবার স্বর্ণ আউন্সপ্রতি ৪ হাজার ৫৯.০৫ ডলারে পৌঁছে রেকর্ড গড়েছিল। স্বর্ণের এই উল্লম্ফনে সপ্তাহজুড়ে ৩.২ শতাংশ বৃদ্ধি পেয়ে এটি টানা অষ্টম সপ্তাহের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছে। বাজার বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের চীনবিরোধী অবস্থান বিশ্ব অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। এর ফলে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে এসে নিরাপদ বিকল্প স্বর্ণ ও রুপায় বিনিয়োগ বাড়াচ্ছেন। স্বর্ণবাজারের এই উত্থানের পেছনে একাধিক কারণ কাজ করছে। এর মধ্যে রয়েছে ভূরাজনৈতিক অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক স্বর্ণ ক্রয়,...