বাংলাদেশে অপতথ্য ও গুজবের তীর অধিংকাংশ ক্ষেত্রে নারীদের লক্ষ্য করেই ছোঁড়া হয়। এটি একটি উদ্বেগজনক সামাজিক ও ডিজিটাল সমস্যা হিসাবেও চিহ্নিত হচ্ছে। চলতি বছরের নয় মাসে যত গুজব, অপপ্রচার ও অপতথ্য ছড়িয়েছে তার ২১ শতাংশ নারীদের ঘিরে। এই সময়ের মধ্যে ২৭৬ জন নারীকে জড়িয়ে প্রায় পাঁচ শতাধিক অপতথ্য ছড়ানো হয়েছে। এসব তথ্য জানিয়েছে রিউমর স্ক্যানার। প্রতিষ্ঠানটির অনুসন্ধানে উঠে এসেছে, এসব অপতথ্যের শিকার হয়েছেন রাজনীতি, বিনোদনসহ বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিরা। এমনকি সাধারণ অনেক নারীও নিয়মিত ডিজিটাল সংহিসতার শিকার হচ্ছেন। তবে এসব নারীর মধ্যে বিনোদন জগতের নারীর সংখ্যা বেশি। শোবিজের বিভিন্ন মাধ্যমের নারীদের নিয়ে ভুয়া ভিডিও, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কনটেন্ট, যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট কিংবা মৃত্যুর গুজবও ছড়ানো হয়েছে। ডিজিটালি এসব সহিংসতার কারণে সামাজিকমাধ্যমে নারী শিল্পীরা প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছেন।...