জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজশাহী, রংপুর বরিশাল ও সিলেটে শুক্রবার এসব কর্মসূচি পালন করা হয়। রাজশাহীতে মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. জাহাঙ্গীর। বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের প্রার্থী আবুল কালাম আজাদ, মহানগরের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি ডা. এমাজ উদ্দীন মণ্ডল, সাবেক ছাত্রনেতা সালাহ উদ্দিন আহমেদ। রংপুরে গণমিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী মহানগর শাখার আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক, মহানগর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, আল আমিন হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল...