এশিয়ান কাপ বাছাইপর্বের রুদ্ধশ্বাস ম্যাচে দারুণ লড়াই করেও হংকং, চায়নার সঙ্গে জিততে পারেনি বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে যখন চার প্রবাসী ফুটবলার মাঠে নামেন তখন আশাটা জোরালো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আরও একটি হতাশাজনক পরাজয় সঙ্গী হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের। যখন আমরা-শমিত, ফাহামেদুল, জায়ান আর আমি একসঙ্গে ওয়ার্মআপ করছিলাম, তখনই বলেছিলাম আমাদের ম্যাচের গতি বদলে দিতে হবে। আমরা চারজনই ম্যাচে ইতিবাচক প্রভাব রাখতে পেরেছি। আমরা সবাই চাই দলটার হয়ে শুরু থেকেই খেলতে। আমার মনে হয়, আমরা সামগ্রিকভাবে ভালোই খেলেছি ঢাকা জাতীয় স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার লড়াইয়ে ৪-৩ গোলের পরাজয়ে হতাশ খেলোয়াড় ও ভক্ত-সমর্থকরা। তারপরও আশায় বুক বেঁধেছেন দ্বিতীয়ার্ধে মাঠে নামা চারজন খেলোয়াড়- অধিনায়ক জামাল ভূঁইয়া, শমিত সোম, ফাহামেদুল ইসলাম ও জায়ান আহমেদকে দেখে। তাদের প্রাণবন্ত পারফরম্যান্সে ম্যাচের গতিপথই বদলে দিয়েছিল এক পর্যায়ে। আগামী...