রাজশাহীতে অনুষ্ঠিত ওয়াল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিস টুর্নামেন্টে বালক এককে বাংলাদেশের জারিফ আবরার চ্যাম্পিয়ন হয়েছেন। শুক্রবার রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে জারিফ থাইল্যান্ডের পাত্তানার্লানাপকে পরাজিত করে শিরোপা জয় করেন। এদিকে বালিকা এককে চিনের ঝিজিয়ে ইয়াং মালদ্বীপের আরায়া আসাল আজিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বালক এককে বাংলাদেশের জারিফ আবরার চ্যাম্পিয়ন হওয়ায় আমরা আনন্দিত। রাজশাহীতে ১২ দেশের খেলোয়াড়রা অংশ নিয়েছে। আশাকরি তাদের রাজশাহী পছন্দ হয়েছে। খেলা আয়োজনে কিছু ক্রটি থাকতে পারে। ভবিষ্যতে তা সংশোধন করা যাবে। খেলোয়াড়, পৃষ্টপোষক, অভিভাবক, দর্শক সর্বোপরি টুর্ণামেন্ট আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভবিষ্যত আমাদের এ আয়োজন চলতে থাকবে...