ফেসবুক ছড়িয়ে পড়া ৩৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক তরুণীকে ঘিরে ‘মব’ তৈরির পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। সেখানে কয়েকজন তরুণ ওই তরুণীর দিকে আক্রমণাত্বক ভঙ্গিতে তেড়ে যাচ্ছেন এবং ‘ওড়না’ প্রসঙ্গে বিভিন্ন প্রশ্ন করছেন। এ সময় ওই তরুণীকে লক্ষ্য করে আপত্তিকর অঙ্গভঙ্গিও প্রকাশ করেন একাধিক তরুণ। এমনকি ওই তরুণীর ধর্ম পরিচয় নিয়েও প্রশ্ন তোলা হয়। তবে, ছড়িয়ে পড়ে ভিডিওতে অভিযুক্ত, ভুক্তভোগি, ঘটনাস্থল ও ঘটনার সময় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।এদিকে, ‘ওড়না’ ইস্যুতে তরুণীকে উত্যক্ত করার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন অনেকেই। তারা অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছেন। এ নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত। ওই পোস্টে তিনি বলেন, ‘ওড়না কোথায়’ বলে যে ছেলেটা একজন নারীকে হ্যারাস করল, হ্যারাসমেন্টের দায়ে তাকে অবিলম্বে...