অন্তত সাতটি যুদ্ধ থামানোর দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিনিময়ে তিনি চেয়েছিলেন নোবেল শান্তি পুরস্কা। তবে নোবেল কমিটি তাকে গ্রাহ্য করেনি। তার ত্যাগের মূল্যায়নও হলো না। ট্রাম্পকে পাশ কাটিয়ে নোবেল শান্তি পুরস্কার তুলে দেয়া হলো ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া কোরিনা মাচাদোর হাতে।তবে নোবেল কমিটি ভুল করলেও মারিয়া কিন্তু ‘সঠিক’ পথে হাঁটলেন। তিনি প্রথম প্রতিক্রিয়া জানাতে গিয়ে ট্রাম্পকেই নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন। কেন করলেন, তার ব্যাখ্যাও দিয়েছেন মারিয়া। পাশাপাশি এ-ও বলেন, আমাদের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে এই স্বীকৃতি ভেনেজুয়েলার মানুষের সংগ্রামে এক নতুন অনুপ্রেরণা।’মারিয়া বলেন, ‘স্বাধীনতা এবং গণতন্ত্র অর্জনের জন্য আমাদের প্রধান মিত্র হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প, আমেরিকার জনগণ, দক্ষিণ আমেরিকার (ল্যাটিন আমেরিকা) জনগণ এবং বিশ্বের গণতান্ত্রিক দেশগুলির উপর নির্ভর করি।’’ তার পরেই ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী জানান, তিনি এই পুরস্কার তার...