মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে টানা দ্বিতীয় হার দেখল বাংলাদেশ। ইংল্যান্ড মেয়েদের বিপক্ষে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও হার এড়াতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। ব্যাটিং ধসে কিউই মেয়েদের বিপক্ষে ১০০ রানে হেরেছে লাল-সবুজের মেয়েরা। গৌহাটিতে টসে জিতে আগে ব্যাটে নামে নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২২৭ রানের সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। জবাবে নেমে ৩৯.৫ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। রানতাড়ায় নেমে ব্যাটিং ধস দেখেছে বাংলাদেশ। তিন ব্যাটারই কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন। ৮০ বলে ৩৪ রান করেছেন ছয়ে নামা ফাহিমা খাতুন। ৯ নম্বরে নামা রাবেয়া খান করেছেন ৩৯ বলে ২৫ রান। এছাড়া আটে নামা ফাহিমা নাহিদা আক্তারের ব্যাট থেকে আসে ১৭ রান। কিউই বোলারদের মধ্যে লিয়া তাহুহু, জেস কের ৩টি করে উইকেট নেন। রোজমেরি মেইর ২ উইকেট নেন। অ্যামেলিয়া কের...