
নারী ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে হেরে গিয়েছিল বাংলাদেশ। সেই পরাজয়ের কষ্ট না ভুলতেই আজ আবার নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। শুক্রবার (১০ অক্টোবর) গোয়াহাটিতে এদিন কিউই নারী দলের বিপক্ষে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি টাইগ্রেস নারী দল। নিউজিল্যান্ডের দেওয়া ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ দল সংগ্রহ করে মোটে ১২৭ রান। ফলে ১০০ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হলো জ্যোতিদের। মাঝারি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশ দল। মূলত কিউই পেসার রোসামারি মাইর এবং জেস কারের পেসে পুড়েছে টাইগ্রিসরা। দুই ওপেনার রুবায়া হায়দার এবং শারমিন আক্তার ফিরে যান সিঙ্গেল ডিজিটে। এরপর ব্যর্থ হন সোবহানা মোস্তারিও, করেন মোটে ২ রান। ২৩ রানে...