বোলাররা মন্দ করেননি। নিজেদের কাজটা ঠিকঠাক করে গুছিয়ে রাখেন রাবেয়া-মারুফারা। ব্যাটাররা পারেননি আলো ছড়াতে। ভারতের গুয়াহাটিতে বাংলাদেশ তাই হেরেছে বড় ব্যবধানে। নারী ওয়ানডে বিশ্বকাপে আজ শুক্রবার (১০ অক্টোবর) নিউজিল্যান্ডের কাছে হারের ব্যবধান ১০০ রান। টস জিতে আগে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান করে। জবাবে ৩৯.৫ ওভারে ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। রান তাড়ায় শুরু থেকেই মন্থর বাংলাদেশের ব্যাটিং। সঙ্গে যোগ হয় আসা-যাওয়ার মিছিল। ৩৩ রান তুলতেই নেই ৫ উইকেট। সেখান থেকে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি। তিনজন ছাড়া বাকিদের কেউ দুই অঙ্কের ঘরই স্পর্শ করতে পারেননি। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান আসে ফাহিমা খাতুনের ব্যাট থেকে, এজন্য তাকে খেলতে হয়েছে ৮০ বল। ৩৯ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন রাবেয়া খান। নাহিদা আক্তারের ব্যাট থেকে আসে...