যুদ্ধবিরতি ঘোষণার পর শুক্রবার থেকে গাজায় ইসরায়েলি সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে। সেই সঙ্গে ধ্বংস হয়ে যাওয়া ভিটেমাটিতে ফিরতে শুরু করেছে গাজাবাসী ইসরায়েল ও হামাসের সই করা চুক্তি অনুযায়ী গাজায় যুদ্ধবিরতি কর্যকর হয়েছে। ইতোমধ্যে প্রথম ধাপে ইসরায়েলি সেনা সদস্যদের গাজা থেকে প্রত্যাহার করা হয়েছে। গাজার কিছু বাসিন্দাও ইতোমধ্যে বিধ্বস্ত এলাকায় ফিরে এসেছেন। তবে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি এখনও অনিশ্চিত। ইসরায়েল ও হামাসের মধ্যে ভবিষ্যৎ আলোচনায় প্যালেস্টাইন রাষ্ট্র গঠন এবং প্যালেস্টাইন কর্তৃপক্ষের ভূমিকা বড় ইস্যু হিসেবে রয়ে গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সমঝোতা অনুযায়ী গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। নিষেধাজ্ঞা ছাড়াই মানবিক সহায়তা প্রবেশ করতে পারবে। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা (বাংলাদেশ সময় বিকেল ৩টা) থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। এক বিবৃতিতে আইডিএফ বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, সেনারা ‘সমঝোতা অনুযায়ী নির্ধারিত নতুন...