পাকিস্তানের ওপর চটেছে আফগানিস্তানের তালেবান সরকার। শুক্রবার পাকিস্তানকে আফগান ভূখণ্ডে বিমান হামলা চালানোর জন্য অভিযুক্ত করেছে এবং ‘পরিণাম’ সম্পর্কে সতর্ক করেছে তালেবান। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের মতে, শুক্রবার আফগান সীমান্তের কাছে তিরাহ এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সাথে সংঘর্ষে ১১ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। ইসলামাবাদের দাবি, তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীরা আফগানিস্তান থেকে কাজ করছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে। বৃহস্পতিবার রাতে রাজধানী কাবুলে এবং মধ্যরাতে পূর্বাঞ্চলীয় পাক্তিকা প্রদেশে বিমান হামলার জন্য তালেবান প্রশাসন পাকিস্তানকে দায়ী করেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “আফগানিস্তান ও পাকিস্তানের ইতিহাসে এটি একটি নজিরবিহীন, সহিংস এবং উস্কানিমূলক কাজ। এই কর্মকাণ্ডের পর পরিস্থিতি আরো খারাপ হলে এর দায়ভার পাকিস্তানি সেনাবাহিনীর উপর বর্তাবে।” তালেবানের মতে, বিমান হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন,...