গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি ইসরায়েলের মন্ত্রিসভা শুক্রবার ভোরে অনুমোদন দেওয়ার মধ্য দিয়ে দুই বছর ধরা চলা যুদ্ধ বন্ধে চুক্তির প্রথম ধাপের সময় গণনা শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে কেবল ইসরায়েলের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে গাজায় জিম্মিদের হস্তান্তর করা হবে। সেইসঙ্গে গাজায় ইসরায়েলি সৈন্যদের আংশিক তুলে নেওয়া হবে। রয়টার্স লিখেছে, যুদ্ধবিরতির আলোচনায় যুক্তদের সামনে আরও অনেক জটিলতা আছে, যে ধরনের জটিলতার কারণে আগের শান্তি উদ্যোগগুলো ব্যর্থ হয়েছে। • শর্ত অনুযায়ী, ইসরায়েল সরকার অনুমোদন দিলে যুদ্ধবিরতি শুরু হবে। শুক্রবার ভোরে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী পরে জানায়, দুপুর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। • গাজার বেসামরিক মানুষের সঙ্গে সংঘাত এড়াতে ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলি বাহিনী সরিয়ে নেওয়া হবে। গাজার প্রধান শহুরে এলাকা থেকে বাহিনী সরিয়ে নেওয়া হলেও উপত্যকার...