প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১০ অক্টোবর) সকালে হামাস ও ইসরাইল যুদ্ধবিরতির চুক্তি অনুমোদনের পর এমন ঘোষণা এলো। তবে, তাৎক্ষণিক হুমকি মোকাবিলায় ইসরাইলি সেনারা প্রস্তুত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের ৭২ ঘণ্টার মধ্যে জিম্মি ও বন্দিদের মুক্তি দেবে উভয়পক্ষ। বিবিসি প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আগামী সোমবার দুপুর ১২টার মধ্যে জীবিত থাকা ২০ জিম্মিকে মুক্তি দেবে হামাস। যুদ্ধবিরতি কার্যকর ঘোষণার সময় থেকেই এই ক্ষণগণনা শুরু হয়েছে। অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আবিচায় আদ্রায়ে...