১০ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ পিএম জাতীয় ঐক্যমত্য কমিশনের শেষ বৈঠকে এক অসাধারণ বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সেখানে তিনি মূলত জুলাই সনদ প্রণয়ন, এর আইনি মর্যাদা এবং এর বাস্তবায়নে গণভোটের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। সালাহউদ্দিন আহমদ প্রথমে আইনজীবী শিশির মনিরকে অভিনন্দন জানান সাংবিধানিক বা অ-সাংবিধানিক আদেশ থেকে সরে আসার এবং "জেন জি"-এর আকাঙ্ক্ষাকে ধারণ করার মানসিকতার জন্য। তিনি বলেন, 'জুলাই সনদ' তৈরির ভিত্তি হবে জুলাই ঘোষণাপত্রের ২২, ২৫, ২৭ এবং ২৮ দফা। ২২ দফার মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে সংবিধান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে। ২৫ দফার লক্ষ্য হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা। বিএনপির...