নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। গোহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নেমে ২২৭ রান হজম করার পর ব্যাট হাতে ১২৭ রানে গুটিয়ে যায় নিগার সুলতানার দল।বিশ্বকাপের শুরুতে পাকিস্তানকে হারিয়ে দারুণ সূচনা করেছিল টাইগ্রেসরা। তবে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করে হারার পর এবার কিউইদের বিপক্ষে ছিল একপেশে পরাজয়। তিন ম্যাচে একটি জয় নিয়ে বাংলাদেশ পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে, প্রথম জয়ে নিউজিল্যান্ড উঠে এসেছে ছয় নম্বরে।টসে জিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড শুরুতে ধাক্কা খেলেও মাঝের জুটিতে ঘুরে দাঁড়ায়। রাবেয়া খানের ঘূর্ণিতে জর্জিয়া প্লিমার (১২) ফেরার পর রান আউট হন অভিজ্ঞ সুজি বেটস (২৯)। এরপর অধিনায়ক সোফি ডিভাইন ও ব্রুক হ্যালিডের জুটিতে ইনিংসের ভিত গড়ে কিউইরা। ডিভাইন ৮৫ বলে ৬৩ এবং ব্রুক ১০৪ বলে ৬৯...