গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর হাতিরঝিল থানার ৩৬নং ওয়ার্ড এলাকায় জনসাধারণের মাঝে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণকালে তিনি এই মন্তব্য করেন।নীরব বলেন, জনগণ তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি; ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ভোটের নামে তামাশা হয়েছে। তাই আসন্ন নির্বাচনটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অবাধ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি বলেন, দেশের গণতন্ত্রকে পূর্ণাঙ্গ রূপ দিতে এবং রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এর জন্য সকলের সহযোগিতা কামনা করেন এই বিএনপি নেতা।বিএনপি আইনের শাসনে বিশ্বাসী : ব্যারিস্টার অসীমবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাইফুল আলম নীরব বলেন, খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে...