প্রথম ১২ ওভারে ৩০ রান, এর মধ্যে ১৬ রানই অতিরিক্ত থেকে! ব্যাটে প্রথম বাউন্ডারির দেখা পেতে লেগে গেল ৯০ বল। রান পঞ্চাশ না হতেই আউট ছয় ব্যাটার। এসবই তুলে ধরছে বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্র। নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় নিউ জিল্যান্ডের সামনে পাত্তাই পেল না নিগার সুলতানার দল। জয় দিয়ে উইমেন’স ওয়ানডে বিশ্বকাপ শুরুর পর টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ পেয়েছে বাংলাদেশ। তাদের হার এবার ১০০ রানে। গুয়াহাটিতে শুক্রবার স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউ জিল্যান্ডকে ২২৭ রানে আটকে রাখে বাংলাদেশ। রান তাড়ায় দাঁড়াতেই পারেনি তারা। একপর্যায়ে ৩৩ রানে ৬ উইকেট হারিয়ে একশর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল। ফাহিমা খাতুনের ৮০ বলে ৩৪ রানের ইনিংসে কোনোমতে ১২৭ পর্যন্ত যেতে পারে বাংলাদেশ। প্রথম সাত ব্যাটারের মধ্যে ফাহিমা ছাড়া দুই অঙ্কে যেতে পারেননি আর কেউ। টানা দুই...