ইতোমধ্যে এই খবরটি সংবাদমাধ্যম সূত্রে অনেকেই জেনে গেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর ‘শরৎ উৎসব’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যদিও স্থগিত নাকি বন্ধ করে দেওয়া হয়েছে এ নিয়ে বিতর্ক রয়েছে। তবু চারুকলা অনুষদ যখন বন্ধ করে দেওয়ার খবরের সংশোধনী দিয়ে দাবি করেছে, বন্ধ নয়, স্থগিত করা হয়েছে, তখন ধরে নিতে পারি প্রায় দুই দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় অনুষ্ঠিত হয়ে আসছিল যে উৎসবটি, সেটি আপাতত স্থগিত করা হয়েছে। প্রকৃতির বন্দনা এবং ঋতুচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে শরৎকে স্বাগত জানানোর আয়োজন ছিল এর মূল উদ্দেশ্য। নিয়ম অনুযায়ী, অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকরা সংশ্লিষ্ট অনুষদের ডিনের অনুমতিও গ্রহণ করেছিল। অনুষ্ঠানের আগের রাতে খবর পাওয়া গেল যে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে; পরে জানতে পেলাম, এটি স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট...