১০ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ পিএম দ্বিপাক্ষিক আলোচনার জন্য ভারতে গিয়েছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বৈঠক শেষে মুত্তাকি বলেছেন কোনও দেশের বিরুদ্ধে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। আলোচনা শেষে এক সাংবাদিক সম্মেলনে মুত্তাকি বলেন, জয়শঙ্করের সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ হয়েছে। এই আলোচনা মূলত হল ভবিষ্যতের কথা চিন্তা করে। মুত্তাকি আরও বলেন যে উভয় পক্ষ বাণিজ্য, উন্নয়ন এবং নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে। আফগান পররাষ্ট্রমন্ত্রীর কথায়, “আমরা ভারতের উন্নয়নমূলক প্রকল্প চালিয়ে যাওয়ার এবং আফগানিস্তানে সেই সব প্রকল্পের পরিধি সম্প্রসারণের সিদ্ধান্তকে স্বাগত জানাই।” তিনি সাম্প্রতিক ভূমিকম্প ও বন্যার সময় ভারতের মানবিক সহায়তা প্রদানের কথা স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।...