১০ অক্টোবর ২০২৫, ০৯:০৩ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৯:১১ পিএম প্রিমিয়ার ব্যাংক তার প্রধান কার্যালয় বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ইকবাল সেন্টার থেকে সরানোর প্রক্রিয়া শুরু করেছে। ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ আছে, ভবনের মালিক এইচ বি এম ইকবাল ব্যাংককে বাজারমূল্যের চেয়ে বেশি ভাড়া নিচ্ছিলেন। ঘটনা ব্যাংক প্রতিষ্ঠার পর থেকেই চলছিল। প্রতিষ্ঠার পর থেকে ২৬ বছর ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এইচ বি এম ইকবাল। গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পদত্যাগ করেন। এরপর বাংলাদেশ ব্যাংক নতুন পরিচালনা পর্ষদ গঠন করে। পুনর্গঠিত পর্ষদ এখন ইকবাল সেন্টার ছাড়ার প্রক্রিয়া শুরু করেছে। একই সঙ্গে গুলশান ও বারিধারা শাখা স্থানান্তরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। নতুন ব্যবস্থা চালু হলে ব্যাংকের ভবন ভাড়া খরচ অর্ধেকে নেমে আসবে বলে কর্তৃপক্ষ আশা করছে।...