দেশের ৪০ শতাংশ নারী থাইরয়েডজনিত রোগে আক্রান্ত। আক্রান্ত রোগীর ৬০ শতাংশই চিকিৎসার বাইরে থেকে যান বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটি (বিটিএস) আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব তথ্য জানান।সেমিনারে বলা হয়, বাংলাদেশে থাইরয়েড সমস্যার সব ধরনকে একসঙ্গে হিসেব করলে তা মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশের কাছাকাছি। ২০ থেকে ৩০ বছর বয়সের মধ্যে রোগটিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি।বিশেষজ্ঞরা বলেন, ৭০ শতাংশ ক্ষেত্রে থাইরয়েড রোগ মা থেকে সন্তানে প্রবাহিত হয়। এর বাইরে আয়োডিনের অভাব বা অতিরিক্ত আয়োডিন গ্রহণেও এ রোগের প্রকোপ বাড়ছে।কত বয়সে শুরু করবেন কোলেস্টেরল টেস্ট? চিকিৎসক যা বলছেনএদিন থাইরয়েড বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার ও বাংলাদেশ থাইরয়েড সোসাইটির বার্ষিক সাধারণ সভায় অংশ নেন দেশের ১২০ জন থাইরয়েড বিশেষজ্ঞ। সদস্যদের ভোটে পরবর্তী এক বছরের জন্য...