১০ অক্টোবর ২০২৫, ১০:৪৮ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১০:৪৮ পিএম চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল (বৃহস্পতিবার) পিয়ংইয়ংয়ে দুই নেতা সাক্ষাৎ করেন। লি ছিয়াং বলেন, চীন সবসময় কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক বিবেচনা করে। দুই দেশের ঐতিহ্যবাহী মৈত্রী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক রক্ষা করা এবং তাকে আরও শক্তিশালী করার দৃঢ় নীতিতে চীন অটল। চীন উত্তর কোরিয়ার সঙ্গে দু’দেশের নেতাদের মতৈক্য অনুসারে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অগ্রগতি বাস্তবায়নে প্রচেষ্টা চালাতে চায়। তিনি জানান, চীন উচ্চপর্যায়ের আদান-প্রদান অব্যাহত রাখবে, কৌশলগত যোগাযোগ বাড়াবে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে সমন্বয় আরও ঘনিষ্ঠ করবে। পাশাপাশি, আন্তর্জাতিক শৃঙ্খলাকে আরো ন্যায়সঙ্গত ও যুক্তিযুক্ত দিকে এগিয়ে নিয়ে যাবে। কিম বলেন, উত্তর কোরিয়া...