
নারী ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। কিউইদের কাছে ১০০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিউইদের দেওয়া ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারানোর মিছিলে যোগ দেয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটারা। দুই ওপেনার রুবাইয়া আক্তার (৪) এবং শারমিন আক্তার (৩) সাজঘরে ফেরেন ১৩ রানের মধ্যেই। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি কিংবা ইংল্যান্ডের বিপক্ষে ফিফটি করার সোবহানা মোস্তারি- কেউই কিছু করতে পারেননি। জ্যোতি খেলেন ২৮ বলে ৪ রানের ব্যর্থ ইনিংস, মোস্তারি ফেরেন ২ রানে। বাকি ব্যাটাররাও ছিলেন আসা-যাওয়ার মিছিলে। দলীয় ৩৩ রানের মধ্যেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলকে চরম লজ্জা থেকে বাঁচাতে জুটি গড়েন ফাহিমা খাতুন এবং নাহিদা আক্তার, তাদের জুটি ৩৩ রানের। শেষের দিকে ফাহিমার ৮০ বলে ৩৪ রানের ইনিংসে কেবল...