নারী ওয়ানডে বিশ্বকাপে শুক্রবার (১০ অক্টোবর) রাতে বাংলাদেশকে ১০০ রানে হারিয়েছে নিউ জিল্যান্ড। চলতি বিশ্বকাপে টানা দুই ম্যাচ হেরে প্রথম জয়ের দেখা পেল নিউ জিল্যান্ড। অন্যদিকে প্রথম ম্যাচ জিতে টানা দুই ম্যাচ হারল বাংলাদেশ। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে নিউ জিল্যান্ডের মেয়েরা টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে। জবাবে ৩৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ ১২৭ রান সংগ্রহ করতে পারে।আরো পড়ুন:জয়সওয়ালের সেঞ্চুরি, সুদর্শনের ব্যাটে প্রথম দিনেই ভারতের দাপটনাসিরের ফিফটিতে ফাইনালে রংপুর জয়সওয়ালের সেঞ্চুরি, সুদর্শনের ব্যাটে প্রথম দিনেই ভারতের দাপট রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ৩৩ রানেই হারিয়েছিল ৬ উইকেট। সেখান থেকে বাংলাদেশের রান ১২৭ পর্যন্ত যায় ফাহিমা খাতুন, রাবেয়া খান ও নাহিদা আক্তারের ব্যাটে ভর...