বিএনপি সবসময় আইনের শাসনে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারটি তারই প্রমাণ করে।শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের উদ্যোগে ধানমন্ডি বেল টাওয়ারের সামনে এলইডির মাধ্যমে তারেক রহমানের ভিডিও সাক্ষাতকারটি পুনঃপ্রদর্শন করা হয়। এ সময় ব্যারিস্টার মেহনাজ মান্নান, স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম রফিক, নিউমার্কেট, ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান, ৫৫ নাম্বার ওয়ার্ড বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য প্রদর্শনের সময় উৎসুক জনতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।তারেক রহমানের সাক্ষাতকার প্রসঙ্গে ব্যারিস্টার অসীম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, তিনি বলেছিলেন যে এই নির্যাতন শুধু উনার না। উনি এই নির্যাতনটা শেয়ার করেছেন তুলনা করেছেন। সমগ্র বাংলাদেশের ৫৬ হাজার বর্গ...