শেষ কিছু দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছিল আগারগাঁওয়ের ভ্রাম্যমাণ কেকের দোকানগুলো। নেটিজেনরা যার নামই দিয়ে বসেছিলেন– কেকপট্টি। অবশেষে সেই এলাকা থেকে সেই সব দোকান সরিয়ে দিয়েছে যৌথবাহিনী। পুলিশ জানিয়েছে, এই দোকানগুলো সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করছিল। সে কারণে নির্বাচন কমিশনের অনুরোধে সেসব দোকান সরিয়ে দেওয়া হয়েছে। ঢাকার আগারগাঁওয়ের প্রশাসনিক এলাকার প্রশস্ত সড়কে শেষ কয়েক বছর ধরেই চটপটি, ফুচকাসহ বিভিন্ন খাবারের ভ্রাম্যমাণ দোকান বেড়েই চলছিল। সপ্তাহখানেক আগে আলোচনায় চলে আসে সেখানকার কেকের দোকানগুলো। নেটিজেনরা এর নাম দিয়ে বসেছিলেন ‘কেকপট্টি’। ক্রেতার ভিড় তো আছেই, কন্টেন্ট নির্মাতাদের উপস্থিতিও ক্রমে বাড়ছিল সেখানে। যার ফলে গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক এলাকা যেখানে আছে নির্বাচন কমিশন, সরকারী কর্ম কমিশনসহ সরকারি কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর আছে, সেখানের সড়কে যান চলাচল বন্ধই হতে চলেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার রাতে...