চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে সর্বজনীন শিক্ষার্থী সংসদ। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় ইশতেহার ঘোষণা করে প্যানেলটি। এজিএস প্রার্থী মো. রোমান রহমানের উপস্থাপনায় এতে ইশতেহার পাঠ করেন জিএস প্রার্থী সাকিব মাহমুদ রুমি। জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় তরুয়া ও শহীদ ফরহাদ হোসেনসহ বাংলাদেশের সব স্বাধিকার আন্দোলনের শহীদদের আত্মত্যাগ সমুন্নত রাখা; হলে দখলদারিত্ব প্রতিরোধে প্রভোস্টের কর্তৃত্বাধীন বিশেষ বিবেচনায় সিট প্রদান পদ্ধতি বাতিল...