কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের জন্য আন্তরিক থাকলেও কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে।কারণ তারা জানেন নির্বাচন হলেই জনগণ বিএনপির পক্ষে রায় দেবে। এজন্য তারা বিএনপির নামে অপপ্রচার করছে। রাজনীতিকে রাজনীতি দিয়েই প্রতিহত করতে হবে।শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ভোলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাটে সর্বস্তরের মানুষের দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নুরুল ইসলাম নয়ন বলেন, তারেক রহমান গত ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তবে সেই স্বপ্ন এখনো পুরোপুরি পূরণ হয়নি। কারণ বাংলাদেশের মানুষ স্বচ্ছ ও গ্রহণযোগ্য ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে সরকার গঠিত না হওয়া পর্যন্ত বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করা সম্ভব হচ্ছে না।তিনি আরও বলেন, ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন এবং ভোটারদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন।...