সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে এবার দেখা যাবে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই স্টার্টআপ অ্যানথ্রপিকের জ্যেষ্ঠ উপদেষ্টার ভূমিকায়। গত জুলাইয়ে সাধারণ নির্বাচনে পরাজয়ের পর যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানো সুনাক এখনও ব্রিটিশ পার্লামেন্টের সদস্য। বৃহস্পতিবার তিনি মাইক্রোসফট ও অ্যানথ্রপিকে নতুন দায়িত্বে যোগ দিয়েছেন। এক লিংকডইন পোস্টে সুনাক বলেছেন, এই পদ থেকে পাওয়া অর্থ পুরোপুরিভাবে ‘দ্য রিচমন্ড প্রজেক্ট’-এ দান করবেন তিনি। স্ত্রী আকশতা মূর্তির সঙ্গে মিলে এ দাতব্য প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন সুনাক। মার্কিন ই কমার্স জায়ান্ট অ্যামাজন ও সার্চ জায়ান্ট গুগল সমর্থিত এআই স্টার্টআপ অ্যানথ্রপিক বলেছে, সুনাকের এ খণ্ডকালীন উপদেষ্টা পদটি পুরোপুরিভাবে ব্রিটিশ সরকারের ‘অ্যাডভাইজরি কমিটি অন বিজনেস অ্যাপয়েন্টমেন্টস’ বা এসিওবিএ-এর শর্তাবলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ কমিটিই সাবেক মন্ত্রী ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের নতুন চাকরির...