আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ভারতের ৮ নাগরিক এবং ৯টি কোম্পানি-কে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বৃহস্পতিবার প্রকাশিত মার্কিন ঘোষণায় বলা হয়েছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানি তেল, পেট্রোলিয়াম পণ্য এবং পেট্রোকেমিক্যালের বাণিজ্যে সরাসরি জড়িত। একই সঙ্গে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অধীনে থাকা অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) ইরান থেকে বিদেশি ক্রেতাদের কাছে তেল ও এলপিজি পরিবহনে সহায়তা করার অভিযোগে আরও ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে কালোতালিকাভুক্ত করেছে। তালিকায় চীন ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশের প্রতিষ্ঠানও রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তালিকায় থাকা ভারতীয় ৮টি রাসায়নিক ও পেট্রোকেমিক্যাল ব্যবসা প্রতিষ্ঠান হলো: মুম্বাইভিত্তিক সিজে শাহ অ্যান্ড কোং, কেমোভিক, মোডি কেম, পারিচেম রিসোর্সেস, ইন্ডিসল মার্কেটিং, হরেশ পেট্রোকেম এবং শিব টেক্সচেম, এবং দিল্লিভিত্তিক বিকে সেলস কর্পোরেশন। এই...