নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের সেপ্টেম্বর মাসে বিশ্বের শেয়ারবাজারের মধ্যে সবচেয়ে দুর্বল পারফরম্যান্স করেছে বাংলাদেশ। তিন মাসের ধারাবাহিক উত্থানের পর মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় ডিএসইএক্স ওই মাসে ৩.২০ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়া ছিল মাসের সেরা পারফর্মার, যেখানে সেপ্টেম্বর মাসে শেয়ারবাজারে ১০ শতাংশেরও বেশি রিটার্ন হয়েছে। এর পরেই রয়েছে তাইওয়ান (৯ শতাংশ) এবং পাকিস্তান (৭.৩৪ শতাংশ)। ইবিএল সিকিউরিটিজ জানায়, বাংলাদেশের বাইরে কেবল ফিলিপাইন সামান্য ০.৩০ শতাংশ পতন দেখেছে; অন্য সব বাজার উর্ধ্বমুখী ছিল। মাসের শুরুতে ডিএসই সূচক ১১ মাস পর প্রথমবার ৫,৬০০ পয়েন্ট অতিক্রম করলেও পরে বিক্রয়চাপের কারণে বাজারের গতি হারায়। ইবিএল সিকিউরিটিজ জানায়, “নতুন কোনো ইতিবাচক প্রণোদনা না থাকায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেয়, ফলে বাজারে অস্থিরতা বাড়ে।” সেপ্টেম্বর শেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১৭৯ পয়েন্ট কমে ৫,৪১৬ পয়েন্টে নেমে...