সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্স করে বেশ আলোচনার রয়েছেন নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার। নারী ওয়ানডে বিশ্বকাপে তার নজরকাড়া বোলিং তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। জীবনের নানা প্রতিবন্ধকতা পেরিয়ে জাতীয় দলে খেলা মারুফার উঠে আসার গল্পটা অন্য দশ জন সাধারণ খেলোয়াড়দের মতো নয়। দারিদ্রতার কষাঘাতে এক সময় বাবার কৃষি কাজে সাহায্য করা মারুফা এখন দেশের নারী ক্রিকেটের সবচেয়ে আলোচিত মুখ। তার বোলিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে প্রশংসা করেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। নিজের ক্রিকেটার হওয়ার সংগ্রামের গল্প সম্প্রতি আইসিসিকে জানিয়েছেন মারুফা। অর্থনৈতিক দুরবস্থার কারণে একসময় গ্রামের মানুষজন তাকে খুব একটা সম্মানের চোখে দেখতো না, ঈদেও পেতেন না নতুন জামা। নিউজিল্যান্ড ম্যাচের আগে আইসিসির ডকুমেন্টারিতে অশ্রুসিক্ত হয়ে মারুফা বলেন, ‘বিভিন্ন দাওয়াত থাকে না? এসব জায়গায় আমাদের ডাকত না,...