মৃত্যুকালে মাহবুব হোসেন সারমাত স্ত্রী হালিমা রহমান, মেয়ে সায়মা বিনতে মাহবুব (১৭), রাইমা বিনতে মাহবুব (১৪) ও তাসনিম মাহবুব রাফাকে (৬) রেখে গেছেন। মাহবুব হোসেন সারমাতরা ১০ ভাইবোন। ছয় ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তাঁর বাবা এসকেন্দার আলী সরদার গোপালগঞ্জ জজ কোর্টের আইনজীবী ছিলেন। আগামীকাল শনিবার বাদ জোহর আলীয়া মাদ্রাসা মাঠে সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের জানাজা শেষে গেটপাড়া কবরস্থানে মরদেহ দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না বলেন, সাংবাদিক মাহবুব হোসেন সারমাত তিন দশকের অধিক সময় ধরে গোপালগঞ্জে...