নির্বাচন কমিশনের (ইসি) সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক চূড়ান্তভাবে নির্ধারণ হতে পারে বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির তিন নেতার আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক হয়। বৈঠক শেষে এনসিপির প্রধান সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন। পরে সন্ধ্যায় তারা নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের সঙ্গে পৃথক আলোচনায় মিলিত হন। ইসি সচিবের বক্তব্য অনুযায়ী, শাপলা প্রতীক তফসিলে না থাকায় তা প্রদান সম্ভব নয়-গত ৩০ সেপ্টেম্বরই এনসিপিকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। এখন দলটি যদি বিকল্প প্রতীক না দেয়, তাহলে কমিশন নিজেই তাদের জন্য প্রতীক নির্বাচন করবে, যা আগামী সভায় চূড়ান্ত হবে। এনসিপি ‘বাংলাদেশ জাতীয় লীগ’ নামে একটি নতুন দলের নিবন্ধনের বিরুদ্ধেও আপত্তি জানিয়েছে। এনসিপি নেতা জহিরুল...