প্রায় দুই শতাধিক শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অংশগ্রহণে শুরু হয়েছে জাতীয় যুব প্যারা গেমস। ১২-২০ বছর বয়সী ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন সুইমিং, দৌড় ও তায়কোয়ান্দো প্রতিযোগিতায়। শুক্রবার,(১০ অক্টোবর ২০২৫) বিকালে ঢাকা জাতীয় স্টেডিয়ামে দুই দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, সানোয়ার হোসেন ও জাভেদ ওমর বেলিম এবং ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি) মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল উপস্থিত ছিলেন। আগামী ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত হবে এশিয়ান যুব প্যারা গেমস। ওই গেমসের জন্য এখান থেকে সেরা মানের ক্রীড়াবিদ বাছাই করা হবে। শুক্রবার সকালে শহিদ সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় সাঁতার ইভেন্ট। ছেলেদের এস-৭ ইভেন্টে পল্লব কর্মকার, মেয়েদের এই...