ওপেনার যশ্বসী জয়সওয়ালের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ২ উইকেটে ৩১৮ রান করেছে ভারত। জয়সওয়াল ১৭৩ রানে অপরাজিত আছেন। দিল্লিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। লোকেশ রাহুলকে নিয়ে ৫৮ রানের সূচনা করেন জয়সওয়াল। স্পিনার জোমেল ওয়ারিকানের শিকার হওয়ার আগে ৩৮ রান করে ফিরেন প্রথম টেস্টে সেঞ্চুরি করা রাহুল। এরপর উইন্ডিজ বোলারদের হতাশায় ডুবিয়েছেন জয়সওয়াল ও তিন নম্বরে ব্যাট হাতে নামা সাই সুদর্শন। দ্বিতীয় উইকেট জুটিতে ১৯৩ রান যোগ করেন তারা। এসময় ক্যারিয়ারের ২৬তম টেস্টে সপ্তম সেঞ্চুরির স্বাদ নেন জয়সওয়াল। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি জয়সওয়ালের ষোড়শ শতক। সঙ্গে তার নামের পাশে আছে ১৬টি ফিফটি। ২৩ বছর ২৮৬ দিন বয়সে ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি করে চার গ্রেট ব্যাটসম্যানের পাশে বসেন জয়সওয়াল। ২৪ বছর...