সাভারের আশুলিয়ায় শুক্রবার ভোর থেকে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ এই অভিযানে সেনাবাহিনীকে সহায়তা দেয়। এ সময় তাদের কাছ থেকে একটি অত্যাধুনিক শটগানসহ বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র, নগদ টাকা ও মোবাইলফোন উদ্ধার করা হয়। ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ পূর্বপাড়া অভিযান চালিয়ে তাদের সবাইকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- ঘোষবাগে শহিদুল ইসলামের ছেলে বিশাল (২০), রইস উদ্দিনের ছেলে নাজমুল (২০) ও আহসান হাবিবের ছেলে শিপন (২১)। তারা সবাই অস্ত্রধারী গ্যাংয়ের সদস্য বলে জানা গেছে। জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জামগড়া সেনা ক্যাম্পের সেনাদল অভিযান পরিচালনা করে। তাদের দেওয়া তথ্যানুযায়ী- বাসা তল্লাশি করে একটি অত্যাধুনিক শটগান, ১৩টি চাপাতি, ৪টি ছুরি, ১টি তার কাটার, চাঁদাবাজির ৩৬ হাজার ৭৬০ টাকাসহ অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত ৬টি মোবাইলফোন...