জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন বলেছেন, একাত্তরের ১৬ ডিসেম্বের স্বাধীনতা অর্জনের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবনের ঝুঁকি নিয়ে ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আর সেই ঘোষণা দিয়ে তিনি চুপচাপ ব্যারাকে বসে থাকেননি। অস্ত্র হাতে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছেন এবং ছিনিয়ে এনেছেন বাংলাদেশের লাল-সবুজের পতাকা। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন বলেন, নব্বইয়ের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে গিয়ে আজকের এই দিনে পুলিশের গুলি জেহাদ শাহাদাত বরণ করেন। তার রক্তের স্রোতে সংগঠিত হয় গণঅভ্যুত্থান। পতন হয় স্বৈরশাসক এরশাদের। আমরা এই অকুতোভয় ছাত্রনেতার আত্মার শান্তি কামনা করছি। সাদুল্লাপুর বহুমুখী পাইলট...