কুমিল্লার মুরাদনগরে নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে।শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজের আগে মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের একটি গ্রামে এই বাল্যবিবাহ আয়োজনের চেষ্টা হয়। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমানের নির্দেশে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী তিতাস উপজেলার কলাকান্দি গ্রামের এক যুবকের সঙ্গে ওই কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ইউএনও’র নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল, মুরাদনগর থানার এসআই পীযূষ চন্দ্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, ইউপি সদস্য, গ্রামপুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় বিয়ের আয়োজন বন্ধ করা হয়।এসময় কিশোরীর পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তাকে বিয়ে না দেওয়ার জন্য সতর্ক করা...