‘প্রযুক্তির উৎকর্ষতার যুগে, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া বলতে আমরা বুঝি ফেসবুক, টুইটার (এক্স), ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন- এসবকে। এই সোশ্যাল মিডিয়া ট্রেন্ড খুব বেশিদিন আগের নয়। ১০ থেকে ১৫ বছরের কিংবা তারও কিছু বেশি সময়ের পুরনো। কিন্তু প্রযুক্তির কল্যাণে আসা এসব সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের চেয়েও অনেক বেশি পুরনো, আদি একটি সোশ্যাল মিডিয়ার সঙ্গে আমরা পরিচিত। সেটা কী আপনারা জানেন? সেটা হচ্ছে খেলাধুলা। ’ ‘খেলাধুলাই অতি প্রাচীনকাল থেকে মানুষে-মানুষে, সমাজে-সমাজে, রাষ্ট্রে-রাষ্ট্রে এক ধরনের বন্ধন তৈরি করে আসছে। সম্প্রীতির বন্ধন। খেলাধুলার মাধ্যমে পৃথিবীতে যুদ্ধ থেমে যাওয়ারও ইতিহাস আছে। যে সময় মানুষ প্রযুক্তির কথা জানতো না, তখন মানুষের মধ্যে সামাজিক বন্ধন তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা রাখতো খেলাধুলা। যে কারণে, খেলাধুলার সঙ্গে মানুষের সম্পৃক্ততা অতীতেও যেমন ছিল, বর্তমানেও তেমন আছে, ভবিষ্যতেও থাকবে’- কথাগুলো বলছিলেন বাংলাদেশ...