ইরানের ওপর ‘সর্বাধিক অর্থনৈতিক চাপ’ প্রয়োগের নীতির অংশ হিসেবে ভারত-ভিত্তিক ৯টি কোম্পানি এবং ৮ জন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের তেল, পেট্রোলিয়াম পণ্য এবং পেট্রোকেমিক্যালস ব্যবসায় জড়িত ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সম্প্রতি ঘোষিত এই নিষেধাজ্ঞায় মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং অর্থ বিভাগের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ অফিস (ওএফএসি) মোট প্রায় ১০০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে কালো তালিকাভুক্ত করেছে। নিষেধাজ্ঞার তালিকায় ভারত ছাড়াও চীন ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞার আওতায় আসা ৮টি ভারতীয় রাসায়নিক ও পেট্রোকেমিক্যাল ট্রেডিং কোম্পানির মধ্যে রয়েছে মুম্বাইভিত্তিক সিজে শাহ অ্যান্ড কোং, কেমোভিক, মোদি কেম, পারিকম রিসোর্সেস, ইনডিসোল মার্কেটিং, হ্যারেশ পেট্রোকেম, এবং শিব টেককেম। এছাড়া দিল্লি-ভিত্তিক বিকে সেলস করপোরেশনও এই তালিকায়...