আপত্তি ওঠাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর ‘শরৎ উৎসব’ আয়োজনের অনুমতি বাতিল করে দিয়েছে চারুকলা। এদিকে বিকল্প ভেন্যু হিসেবে কিশলয় কঁচি কাঁচা মেলা প্রাঙ্গণে এই আয়োজন করার কথা থাকলেও সেখানে পারেনি বলে জানা গেছে।শুক্রবার (১০ অক্টোবর) প্রতি বছরের মতো এবারও চারুকলার বকুলতলায় ‘শরৎ উৎসব’ আয়োজনের প্রস্তুতি নিয়েছিল সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। তবে শেষ মুহূর্তে ‘গোলযোগ’ হওয়ার শঙ্কাকে কারণ দেখিয়ে চারুকলা কর্তৃপক্ষ সেই অনুমতি বাতিল করা হয়।অনাকাঙ্খিত ঘটনা এড়াতে স্থগিত করা হয়েছে, বলে জানিয়েছে শুক্রবার অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী গত ১৯ বছর যাবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের বকুলতলায় শরৎ উৎসব পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবছর শরৎ উৎসব ১৪৩২ আয়োজনের জন্য...