জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান স্বাধীনতার পর জাতির জন্য সর্বোচ্চ অর্জন। এই অর্জনের জন্য ২ হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছেন ও ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। এই রক্তের ঋণ পরিশোধের জন্য জাতি পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করবেনা। আগামী বছরের ফেব্রুয়ারীতেই জাতীয় নির্বাচন হবে। এর আগে জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে। এই দাবী শুধু জামায়াতের নয়, দেশপ্রেমিক জনতার। তাই অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। তিনি বলেন, জুলাই সনদের আইনী ভিত্তি, পিআর পদ্ধতির নির্বাচনসহ ৫ দফা দাবী করায় বলা হচ্ছে আমরা নাকি নির্বাচন চাইনা। অথচ এক বছর আগেই ২০০ আসনে আমরা প্রার্থী মনোনয়ন দিয়েছি। বড় দলটির একটি আসনে এখানো ১০ জনেরও বেশী প্রার্থী কাজ করছেন। প্রার্থী ঘোষণা করে দেখেন...