মৌসুমি বায়ুর প্রভাবে শরতেও দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত রয়েছে বৃষ্টি। তবে আগামী ৫ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশ থেকে বিদায় নিতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সম্প্রতি প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে অন্তত ১ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পূর্বাভাসে জানানো হয়েছে, অক্টোবর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে ২ থেকে ৪ দিন মাঝারি থেকে তীব্র বজ্রবৃষ্টি এবং ৩ থেকে ৫ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমলেও তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের কারণে...